বাউফলের ১০ গৃহহীন পরিবারকে প্রধান মন্ত্রীর গৃহ হস্তান্তর

বাউফলের ১০ গৃহহীন পরিবারকে প্রধান মন্ত্রীর গৃহ হস্তান্তর


এম অহিদুজ্জামান ডিউক ,প্রতিনিধি বাউফলঃ পটুয়াখালীর বাউফলে মুজিববর্ষ উপলক্ষে ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব হস্তান্তর করেন। বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসন এ সময়  উপকারভোগীদের হাতে জমির দলিল ও নামজারী সার্টিফিকেট তুলে দেন। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামের জেলে মোহাম্মদ রহিম, ইউসুফ বেপারী, বাবুল খাঁ, সবুজ সরদার, মোসলেম ফারজী, বিধবা সেতারা বেগম, সাজাহান ব্যাপারী, সাইদুল, বাদল খান ও কালু রাঢ়ীর প্রত্যেকে দেওয়া হয়েছে দুই শতক জমির উপর নির্মিত একটি আধাপাঁকা বসত বাড়ি।  ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগন সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।